Wellcome to National Portal
Main Comtent Skiped

Workshop on Smart Chattogram

স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ধারাবাহিকতায় ‘স্মার্ট চট্টগ্রাম’ গড়ে তোলার প্রত্যয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার যে সিদ্ধান্ত গৃহীত হয় তা বাস্তবায়নের লক্ষ্যে স্মার্ট রাংগুনিয়া প্রতিযোগিতায় সকলকে স্মার্ট আইডিয়া প্রদানের মাধ্যমে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়। উপজেলা সহকারী প্রোগ্রামার (সচিব, উপজেলা আইসিটি কমিটি) প্রতিযোগিতায় অংশ নেয়ার পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেন। সভায় বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানদের উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে উৎসাহ প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। সকল ইউনিয়ন পরিষদের সচিবদের মাঠ পর্যায়ে সমস্যা সমাধানের জন্য আইডিয়া প্রদান করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। তাছাড়া সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবর্গদের উক্ত প্রতিযোগিতায় অংশ নেয়া ও প্রচারণার জন্য আহ্বান জানানো হয়।